উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে পাইনিয়ার পার্কের কালী পুজোর থিম মন্ডপ বিপদ জনক হওয়ার কারণে সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ করে দিল জেলা পুলিশ প্রশাসন। পাইনিয়ার পার্ক অ্যাথলেটিক্স ক্লাবের ৫১ তম বর্ষ শ্যামা পূজার মন্ডপ নির্মাণ করা হয় হ্যারি পটারের কাহিনী অবলম্বনে। মন্ডপ সাজ্জার কিছুটা অংশ এ দিন আচমকা দর্শনার্থীদের ভিড়ে ভেঙে পড়ে। মন্ডপের উচ্চতা অনেকটা থাকায় দর্শকদের তৎক্ষণাৎ নামিয়ে আনা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেয়া হয় মন্ডব দর্শন।

জেলা পুলিশ সূত্রে খবর দর্শনার্থীদের ভিড় এতটাই ছিল যে অতিরিক্ত ভার বহন না করতে পেরেই মণ্ডপের মেঝের কাঠের পাঠাতন ভেঙে যায়। তবে কোনো হতাহতের খবর নেই। আগামী কাল মণ্ডপের পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশ প্রশাসন সিদ্ধান্ত নেবে দর্শনার্থীদের প্রবেশ করানো যাবে কি না ।