অবতক খবর,৯ সেপ্টেম্বর,বারাসত: এক সময় আই লিগ থেকে শুরু করে আইএফএ শিল্ড, সব ধরনের খেলারই আয়োজন হতো বারাসত বিদ্যাসাগর স্টেডিয়ামে। দু’দলের খেলায় উত্তেজনার পারদ চড়তো এই স্টেডিয়ামে। পরবর্তীতে এই মাঠে খেলতে গিয়ে চোট পান খেলোয়াড়রা। তারপরই কর্তৃপক্ষকে বিষয়টি জানালে খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে অবহেলায় পড়ে রয়েছে জেলার এই গুরুত্বপূর্ণ স্টেডিয়াম। স্টেডিয়ামে লাগানো হয়েছিল এসথেটিক (কৃত্রিম) ঘাস, তাতেই তৈরি হয়েছিল সমস্যা। আবারও ফের বারাসাত বিদ্যাসাগর স্টেডিয়াম কে খেলার উপযোগী করে তুলতে নড়েচড়ে বসলো জেলা প্রশাসন। ইতিমধ্যেই রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস পর্যবেক্ষণ করে গিয়েছিলেন এই স্টেডিয়াম। অবশেষে মন্ত্রীর কথা মত শুক্রবার বিকেলে এ দিন বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে এসথেটিক ঘাস তুলে ফেলে ৮৫ লক্ষ টাকা ব্যয় নতুন আসল ঘাস লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হলো জেলা পরিষদের উদ্যোগে। পাশাপাশি স্টেডিয়ামের উন্নতির জন্য যে একটি বিশেষ নয় জনের কমিটিও তৈরি করা হয়েছিল, সেই কমিটির চেয়ারম্যান মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, কনভেনার নারায়ণ গোস্বামী, ও সদস্য পার্থ ভৌমিক এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কে রাখা হয়েছে।শুক্রবার বিকেলে এই কমিটির প্রথম সভায় সকলের উপস্থিতিতে পাশাপাশি জেলাশাসক শরৎ কুমারী দ্বিবেদীর উপস্থিতিতেই বারাসাত বিদ্যাসাগর স্টেডিয়ামে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। স্টেডিয়াম আইএফএর অধীনে যাওয়ার পর থেকে লিগের খেলাগুলি চালু হয়েছিল। শেষ আইলিগের খেলা চলাকালীন মোহনবাগানের কয়েকটি খেলোয়াড় আহত হওয়ার পর থেকেই বন্ধ হয়ে যায় খেলা। তবে আগামী দিনে আবারো পুনরায় দর্শকে স্টেডিয়াম পরিপূর্ণ করে তুলতে উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা প্রশাসন ও রাজ্য সরকারের তরফ থেকে। দ্রুত শুরু হবে কাজ। আবারো জ্বলে উঠবে ফ্লাড লাইট, আবারো দর্শকদের চিৎকারে মেতে উঠবে গোটা স্টেডিয়াম চত্বর তার অপেক্ষাতেই জেলার প্রশাসনিক কর্তারা। এদিনের বৈঠক শেষে নারায়ণ গোস্বামী জানান, স্টেডিয়াম আধুনিকীকরণের পাশাপাশি পার্শ্ববর্তী সুইমিংপুল টিকেও বিশেষভাবে নজর দেওয়া হবে। বারাসাত জেলা সদর শহর হওয়ায় অন্যান্য প্রেক্ষাগৃহ গুলির অতিরিক্ত চাপ সামাল দিতে স্টেডিয়ামের ফাঁকা অংশে করা হতে পারে মুক্ত মঞ্চ যেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান করারও সুযোগ থাকবে। এখন কত দ্রুত বদলায়, জেলার সদর শহর বারাসাতের জনপ্রিয় এই স্টেডিয়াম এখন সেটাই দেখার।