অবতক খবর,বারাসত,২৫ মার্চঃ শুক্রবার সন্ধ্যায় বারাসতে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচিতে, গাড়ি চালক সহ যাত্রীদের পাল্টা প্রতিবাদে মুখে পড়তে হল কংগ্রেস কর্মীদেরকে।যা ঘিরে চরম উত্তেজনা শুরু হল।প্রথমে জোর করে গাড়ি আটকানো।তারপর চালক এবং গাড়ির সওয়ারির সঙ্গে তুমুল বচসা,তর্কাতর্কি।আঙুল উঁচিয়ে হুঁশিয়ারি।রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে শুক্রবার কংগ্রেসের অবরোধ আন্দোলনে কার্যত এমনই চেহারা নিয়েছিল উত্তর ২৪ পরগনার জেলাসদর বারাসত।যা ঘিরে রীতিমতো উত্তেজনার পরিস্থিতিও তৈরি হল কলোনি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে।বেশ কিছুক্ষণ পরে অবশ্য জেলা কংগ্রেস নেতৃত্বের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।যদিও গোটা ঘটনাকে অবাঞ্ছিত বলেই অ্যাখা দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব।
ABTAK EXCLUSIVE