অবতক খবর,৪ মার্চ : সম্প্রতি ব্যারাকপুর মোহনপুর এলাকায় এক নাবালিকাকে ধর্ষনের প্রতিবাদে এবং ব্যারাকপুর জুড়ে দুষ্কৃতী কার্য্যকলাপের প্রতিবাদে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়।
তাদের দাবি সমস্ত ক্ষেত্রেই পুলিশ দোষীদের আড়াল করার চেষ্টা করছে।অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।