Aabtak Khabar,3 June: ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিবদাসপুর থানা ও কাঁপা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে রাজেন্দ্রপুর মোড় সহ মাদ্রাল মোড়ে দুটি করে মোট চারটে উওল আয়না বসানো হলো।এর ফলে কল্যাণী এক্সপ্রেসের ওপর দুর্ঘটনা কম হবে বলে সাংবাদিকদের জানালেন ব্যারাকপুর পুলিশের নগরপাল অজয় ঠাকুর।
এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি বিজপুর সৌমেন্দ্র সরকার, এসিপি নৈহাটি অভিষেক বলিয়ার, ট্রাফিক ইন্সপেক্টর নর্থ জোন কুতুবউদ্দিন বখতিয়া, ডিসিপি নর্থ গনেশ বিশ্বাস, আইসি বিজপুর অংশুমান চক্রবর্তী, ওসি জেটিয়া উত্তম কুমার সরকার ,ওসি শিবদাসপুর সমীর দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।