অবতক খবর,২ সেপ্টেম্বর: বারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে সারা রাজ্যজুড়ে নারী নির্যাতন, ধর্ষণ ,আইন শৃঙ্খলার অবনিতির পাশাপাশি আরজিকর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহকুমা শাসকের কার্যালয়ে ঘেরাও সহ-স্বারকলিপি দেওয়া হল। এই ঘেরাও কর্মসূচির অনুষ্ঠানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং,রাজ্য বিজেপির মহিলা মোর্চার
সভানেত্রী ফাল্গুনী পাত্র ,জেলা বিজেপির সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় ,বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিল । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বরা জানান আগামী ৪ঠা সেপ্টেম্বর বারাকপুর চিড়িয়ামোড়ে রাতদখল কর্মসূচি নেওয়া হবে।