অবতক খবর,৩০ জানুয়ারি: ব্যারাকপুর গান্ধী ঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বারাকপুর গান্ধীঘাটে আয়োজিত হলো প্রার্থনা সভা, উপস্থিত রাজ্যের রাজ্যপালসিভি আনন্দ বোস সহ বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক, উত্তর ২৪ পরগনা জেলার জেলা শাসক, রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগন।

রাজ্যপাল সিভি আনন্দ বোস গান্ধী ঘাটে প্রবেশ করে জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ বেদীতে মাল্যদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ পার্থ ভৌমিক বলেন, সাম্প্রতিক কুম্ভ মেলায় মানুষের প্রানাহানি ঘটনায় কেন্দ্রীয় সরকার সহ উত্তরপ্রদেশ সরকার কে দোষারোপ করেন।