অবতক খবর,২৯ জানুয়ারি: বারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানি ডি বাপির মালিক অনির্বাণ দাস গ্রেফতার গ্রেপ্তার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। মধ্যমগ্রামে রয়েছে ডি বাপির আরেকটি শাখা সেখানেই থাকে অনির্বাণ দাস।

বাড়িওয়ালার সঙ্গে প্রথমে বচসায় জড়ায় সে ,পড়ে তার লাইসেন্স প্রাপ্ত পিস্তল দিয়ে বাড়ির মালিককে ভয় দেখায় বলে অভিযোগ। সেই কারণেই গ্রেফতার করল মধ্যমগ্রাম থানার পুলিশ। অনির্বাণ দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের ২১ নম্বর ওয়ার্ডের সদস্য।

মোহনপুর পঞ্চায়েতের প্রধান নির্মল কর জানান, এটা দলীয় কোন ব্যাপার নয় তাও আমি খোঁজ নিয়ে দেখব, যদি কাউকে গায়ে হাত তুলে থাকে অনির্বাণ তাহলে এটা অন্যায় আইন আইনের মতো ব্যবস্থা নেবে