অবতক খবর,৫ মার্চ:  গত শুক্রবার রাত ১ঃ১৫ নাগাদ তৃণমূল আই এন টি টি ইউ সি নেতা হান্নান গাজী তার এক বন্ধুর সাথে রাতে বাড়ি ফিরছিলেন তার দোকান বন্ধ করে। বারাকপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কালিয়ানিবাস এলাকায় তাকে পেছন থেকে ধাক্কা মারে একটি স্করপিও গাড়ি। বারাকপুর বি এন বসু হাসপাতাল নিয়ে এলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। কিন্তু পরিবারের দাবি ছিল তাকে খুন করা হয়েছে।

পুলিশ সে তথ্য মানতে নারাজ। পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারলেও বিষয়টা নিয়ে বন্ধু-বান্ধবরা ও পরিবার সোচ্চার হয়। পুলিশ কোন সূত্র খুঁজে না পেলেও বন্ধুরা বিভিন্ন এলাকার সিসি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে। এর পরেই এলাকার লোকদের হাতে আসে চাঞ্চল্যকর সিসি ফুটেজ। সেখানে দেখা যায়। একটি স্করপিও গাড়ি জোর গতিতে রাত 1:14 নাগাদ পলতা রেল লাইন পার হয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। সেই গাড়িটি খোঁজ পায় এলাকাবাসীরা।

গাড়িতে লাগানো একটি শিব মূর্তি দেখে তারা চিনতে পারে। এরপরই গাড়ি মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন এই গাড়িটি তিনি লিজে দিয়েছেন আবু কামালকে। এলাকাবাসীরা আবু কালাম,আমিনুল গাজী, রাহুল শেখ কে ধরে পুলিশে খবর দেয় কিন্তু আমিনুল গাজী ও রাহুল শেখ সেখান থেকে পালিয়ে যায় পুলিশ আবু কালামকে গ্রেফতার করে। যেই কাজ করার কথা ছিল পুলিশের সেই কাজ করলো এলাকাবাসীরা।