অবতক খবর,৬ ফেব্রুয়ারী,চোপড়া: বাম আমলেও তৈরি হয়নি রাস্তা, দীর্ঘ প্রতীক্ষার পর এই প্রথমবার রাস্তা পেলেন গ্রামের বাসিন্দারা। খুশি এলাকার বাসিন্দারা।

জানা গিয়েছে চোপড়া ব্লকের ঘিরনীগাঁও গ্রাম পঞ্চায়েতের কাছনাডাঙ্গী থেকে দক্ষিণ হাজারবিঘা হয়ে মেছাপোখর পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বাম আমলের আগে থেকে কাচা রাস্তা ছিল। এই রাস্তার উপর দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে।

রাস্তাটি বেহাল থাকার কারণে যাতায়াত চরম সমস্যায় পড়তে হতো গ্রামের বাসিন্দাদের। শেষমেশ বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নতুন রাস্তার কাজের শিল্যানাস করলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান। অন্যদিকে রাস্তার কাজের শিল্যানাস হওয়াতে খুশি এলাকার বাসিন্দারা। এবং চোপড়ার বিধায়ক হামিদুল রহমান কে ধন্যবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।