অবতক খবর,২১ মে: বামপন্থী সৃজনের ভোটের প্রচারে বাধা, গাড়িকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান তৃণমূলের।

ফর্দার পর এবার যাদবপুর।
সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যকে
কিন্তু কেন তাকে ঘিরে এমন বিক্ষোভ কেন এবার তৃণমূল প্রার্থী তাকে ঘিরে জানালেন গো ব্যাক স্লোগান?

স্থানীয় সূত্রের খবর ১০৯ নম্বর ওয়ার্ডের প্রচারের সময় বাধা দেওয়ার অভিযোগ। পঞ্চ শায়র থানা এলাকায় শহীদ স্মৃতি কলোনিতে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের রোড শোতে দফায় দফায় আটকানো হয় বলে অভিযোগ। সৃজন এর বাড়িতে লক্ষ্য করে ছোরা হয় ইট। ছিঁড়ে ফেলা হয় পতাকা। সিপিএম প্রার্থীকে গো ব্যাক স্লোগান জানান তৃণমূল কর্মীরা। এই প্রসঙ্গে কটাক্ষ করে বাম প্রার্থী সৃজন বলেন এইভাবে আমাদের থামাতে পারবেন না । এইভাবে বামেদের আটকানো যায় না। যাদবপুর এবার আমরাই জিতবো
দেখে নিও তৃণমূল। এটা নিশ্চিত বুঝে রাখুন এটা তৃণমূলের পরাজয়ের লক্ষণ। বলা বাহুল্য এটি বাংলার অন্যতম হেভি ওয়েট কেন্দ্র। এই কেন্দ্র সৃজনের বিপরীতে লড়ছেন তৃণমূলের তরফে প্রার্থী সায়নী ঘোষ।