অবতক খবর,১০ ফেব্রুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান:এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত নুরুল ইসলাম শেখ( ২৪ ) মন্তেশ্বর ব্লকের মূলগ্রামের বাসিন্দা। ছেলেকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বাবা নূর নবী শেখ কে। থানা সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে বাড়ির মধ্যেই একটি ঘরে ওই যুবকের দেহটি পড়েছিল। মাথার বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ জানায়, প্রাথমিক জেরায় বাবা নূরনবী সেখ খুনের কথা স্বীকার করেছে। জানা গিয়েছে ছেলে সেভাবে কোন কাজকর্ম না করায় বাবা- ছেলের মধ্যে প্রায়ই অশান্তি হতো। পাড়া প্রতিবেশীরা ছেলের নানারকম নেশা করা নিয়ে বারবার বাবাকে অভিযোগ জানাতো। শুক্রবার রাতে এই নিয়ে বচসা চলাকালীন হাতুড়ি ও নোড়া জাতীয় বস্তু দিয়ে বারবার আঘাতের ফলে মৃত্যু হয় নুরুলের। পুলিশ জানায়, দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ কালনা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত বাবা নূরনবী সেখ কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধৃত বাবাকে আজ দুপুরে কালা আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।