অবতক খবর,১০ নভেম্বরঃ বাড়ি ফেরার পথে বাইক দূর্ঘটনায় গুরুতর আহত হল দুই যুবক। গভীররাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের নরজপুর এলাকায়। আহতদের নাম ইলিয়াস মন্ডল ওরফে জিসান এবং রিপন মন্ডল। আহতদের বাড়ি ডোমকলের বর্তনাবাদ এবং জলঙ্গীর টিকরবাড়িয়া এলাকায়। ঘটনার পর দূর্ঘটনাস্থান থেকে আহতদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয় ডোমকল মহকুমা হাসপাতালে।

জানা যায়, দুই বন্ধু মিলে বাইকে চেপে কাটাকোপরা এলাকায় গেছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে তীব্র গতিবেগ থাকায় নরজপুর এলাকার একটি বাঁকে নিয়ন্ত্রন হারিয়ে সজরে নয়নজুলিতে পড়ে। দূর্ঘটনার বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি তাদের উদ্ধার করা হয়। রক্তাক্ত অবস্থায় তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ডোমকল মহকুমা হাসপাতালে। সেখান থেকে দুজনকেই সাথে সাথেই পাঠানো হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে দূর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে পুলিশ। কি কারনে ঘটল এই দূর্ঘটনা তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ।