অবতক খবর,৭ মার্চ,মালদা:- বাড়ি থেকে ৫০০ মিটার দূরে আম গাছ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। পরিবার সূত্রে খবর বকাবকি করে ছিল বাবা মা। যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে লটারির নেশার কারণে হয়ে গেছিল বড় অংকের ধার। হয়তো সেই চাপেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল গ্রামের ঘটনা। মৃতের নাম শিব শংকর দাস (২৫)।
বাড়ি ভিঙ্গল এলাকায়। গতকাল রাত থেকেই যুবকের ফোন ছিল সুইচ অফ। বাড়ির লোক খোঁজাখুঁজি করছিল। তারপর এদিন সকালে বাড়ি থেকে কিছুটা দূরে আমের গাছ থেকে তার ঝুলন্ত দেহ নজরে আসে স্থানীয়দের।খোজ দেওয়া হয় পরিবারকে।
সমগ্র ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মাত্র নয় মাস আগে বিয়ে হয়ে ছিল শিব শংকরের। কান্নায় ভেঙে পড়েছে তার স্ত্রী এবং পরিবারের লোকেরা। পরিবারের লোকের দাবি এমনিতে কোন সমস্যা ছিল না। বাবা মায়ের সঙ্গে ঝগড়া হয়ে ছিল।যদিও স্থানীয় সূত্রে জানা যাচ্ছে অতিরিক্ত লটারির নেশার কারণে ধার হয়ে গেছিল বাজারে। বর্তমানে একটি কম্পিউটারের দোকান চালাত সে।
এর আগে টোটো কিনলেও টোটো বিক্রি করে দিয়েছিল।হয়তো ধারের কারণে ভুগছিল মানসিক অবসাদে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। সমগ্র ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।