জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধব ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার খোকন রায় গতকাল সকালবেলা। বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি আসেননি খোকন।চিন্তায় রয়েছে পরিবারের সদস্যরা, পরিবার সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে মানসিকভাবে অসুস্থ ওই যুবক, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর, তার বাবার রবীন্দ্রনাথ রায়।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার ভোর ৫টা নাগাদ ঘর থেকে বেরিয়ে যান ওই যুবক এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজন বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করলে কোথাও না পেয়ে একপ্রকার বাধ্য হয়ে, ময়নাগুড়ি থানায় একটি লিখিত জমা করেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।

এই বিষয়ে নিখোঁজ যুবকের বাবা , রবীন্দ্রনাথ রায় বলেন আমার বড় ছেলে সোমবার ভোর পাঁচটা সময় কাউকে না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়, তারপর আর বাড়ি ফেরেনি যদি কোন সহৃদয়বান ব্যক্তি দেখতে পান বা কারো নজরে আসে ওই যুবকটি তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে সাথে যোগাযোগ করবেন।
পরনে ছিল টাক সুট ফুল, নীল শার্ট ফুল ও মাথায় একটি নীল রঙের টুপি।

যোগাযোগ নাম্বার 9800171055, অথবা 9002824638