অবতক খবর,২০ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃএক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। মৃত শুভেন্দু মন্ডল বয়স ৩৭ বছর। মন্তেশ্বর ব্লকের জামনা পঞ্চায়েতের মরাইপিড়ি গ্রামের বাসিন্দা পুলিশ ও পরিবার সূত্রেজানা গেছে ওই ব্যক্তি পারিবারিক কিছু সমস্যা কে কেন্দ্র করে কিছু দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ।
বুধবার রাতেও প্রতিদিনের মতো রাতে ঘুমোতে যায় সে। তার স্ত্রী জানান বৃহস্পতিবার ভোর প্রায় তিনটা নাগাদ বিছানা ছাড়ে সে । এরপর সকালে বাড়ির পাশেই একটি আম গাছে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকজন ।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বয়স্ক বাবা, স্ত্রী ছাড়াও দুই নাবালিকা সন্তান রয়েছে তার। পুলিশ জানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কালনা মহকুমা হাসপাতালে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।