অবতক খবর,৩ মার্চ,ময়নাগুড়ি,৩ মার্চ : সোমবার গোটা রাজ্য জুড়ে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর সেই পরীক্ষাকে কেন্দ্র করে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার্থী সহ অভিভাবকরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে এসে ভিড় করেন। এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে উদ্যোগ গ্রহণ করলেন রামমোহন রায় ফ্যানস ক্লাব নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন তারা ময়নাগুড়ি হাই স্কুল এবং ময়নাগুড়ি গার্লস স্কুলে একটি অস্থায়ী শিবির করেন। সেখানে পরীক্ষার্থীদের হাতে জলের বোতল, চকলেট এবং কলম তুলে শুভেচ্ছা জানান।
একজন পরীক্ষার্থী নির্দিষ্ট সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায় কিন্তু হঠাৎ করে যখন ব্যাক থেকে এডমিট কার্ড বের করতে যায় তখন তার বেগে এডমিট কার্ড নেই। সেই ছাত্র তখন ঘাবড়ে যায়। একজন অভিভাবক সেই ছাত্রকে নিয়ে রামমোহন রায় ফ্যানস ক্লাবের সদস্যদের জানান। তারা বিষয়টি সঙ্গে সঙ্গেই রামমোহন রায় কে বলেন। রামমোহন বাবু তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীর পরিবারের বাড়িতে এডমিট কার্ডটি নিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন। পাশাপাশি, ময়নাগুড়ি থানার পক্ষ থেকেও পরীক্ষার্থীদের এদিন গোলাপ ফুল এবং পানীয় জল তুলে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।