অবতক খবর,৩ সেপ্টেম্বর,নদীয়া:- নদীয়ার শান্তিপুর বেলগড়িয়া এক নম্বর পঞ্চায়েতের উল্টোদিকে ফুলিয়া পাড়া নিমতলার গলির বাসিন্দা মলয় গোস্বামী সোশ্যাল মিডিয়ায় সহযোগিতার জন্য একটি ফেসবুক লাইভ করেন। যাতে তিনি উল্লেখ করেছেন ওই এলাকার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতৃত্ব প্রভাবশালী শামসের শেখ এবং তার ছেলে মলয় বাবুর বাড়ি যাওয়ার একমাত্র রাস্তা ঘিরে দিয়েছে।

ফলে তিনি তার বৃদ্ধ মা কে নিয়ে চিকিৎসা বা অন্যান্য কোনো কারণেই বেরোতে পারছেন না বিগত 48 ঘন্টা ধরে। তার দাবি তিনি 30 বছর ধরে বৈধ কাগজপত্র সহ ওই এলাকায় বসবাস করছেন, এতদিন কিছু না বলে হঠাৎ কি কারণে এই রাস্তা ঘিরে দেওয়া তা তিনি বুঝে উঠতে পারছেন না।

তবে গতকাল রাতে ওই তৃণমূল নেতার শাসানোর পর তিনি বা এলাকার প্রতিবেশীরা অনেকেই ভীত ও সন্তুস্ত্র হয়ে রয়েছে। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশ ফাঁড়িতে জানিও কোন সুরাহা হয়নি তাই বাধ্য হয়েই তিনি ফেসবুকে সচেতন নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

অন্যদিকে ঢিল ছড়া দূরত্বে পঞ্চায়েত প্রধান তপতী বসাক বলেন তিনি এসব কিছুই জানেন না, তবে স্থানীয় মেম্বারের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখবেন।

সমস্ত অভিযোগ অস্বীকার করে শামসের বাবু বলেন, রাস্তা সহজ জায়গা তিনি কিনেছেন, তারও আগে প্রতিবেশী মলয় গোস্বামী জায়গা কেনেন তখন, রাস্তার বিষয়টি দলিলে উল্লেখ করেনি কেনো, মানবিকতার বিচারে এতদিন চলাফেরা করার সুযোগ দেওয়া হতো। কিন্তু তিনি যখন শামসের বাবুর নতুন ঘর করার বিষয়ে বাধা দেন, তখন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

সমাধানের পথ হিসাবে সামসের বাবুর ছেলে বলেন, তার জমির শেষ প্রান্ত থেকে কিছুটা ছেড়ে দিলেই গলির জন্য রাস্তা ছাড়তে তারা প্রস্তুত। তবে বিষয়টি সকলের কাছে পরিষ্কার তাই পঞ্চায়েত পুলিশ আদালত প্রতিবেশী কেউই উনার সমস্যায় এগিয়ে আসছে না, এখানে রাজনৈতিক প্রভাবের কোন প্রশ্নই ওঠে না।