অবতক খবর,২৯ জানুয়ারি: ডি বাপি বিরিয়ানির কর্ণধার অনির্বাণ দাস গ্রেফতার । মোহনপুর পঞ্চায়েতের ২১ নম্বর সংসদের সদস্য অনির্বাণ দাস গ্রেফতার। মোহনপুর পঞ্চায়েতের অধীনস্থ মধ্যমগ্রামে বাদামতলায় অনির্বাণ দাস একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো। বচসার জেরে বাড়ির মালিক বিশ্বজিৎ দাসকে নিজের লাইসেন্স কৃত রিভেলবার দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠে।
সেই ভিত্তিতে বাড়ির মালিক বিশ্বজিৎ দাস মধ্যমগ্রাম থানায় অভিযোগ দায়ের করে সেই বাড়ির মালিক। সেই ভিত্তিতেই মধ্যমগ্ৰাম থানা গ্রেফতার করেছে অনির্বাণ দাস কে। চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছিল তার থেকেই বচসা পরে নিজের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ ওঠায় অনির্বাণকে মধ্যমগ্ৰাম থানার পক্ষ থেকে গ্রেফতার করেছে উক্ত পঞ্চায়েত সদস্য তথা ডি বাপির কর্ণধার অনির্বাণ দাস কে ।