অবতক খবর,২৩ জুলাই: জন্য সাধারণের বাজেট নয়।
গরীবের বাজেট নয়।
পলিটিক্যাল বায়েসড বাজেট।
একটা পার্টিকে খুশি করতে এই বাজেট।
আয়ুষ্মান ১০০ শতাংশ দিক। মেনে নেবো।
বিহার : আমি পলিটিক্যাল পার্টির নিজের সিদ্ধান্তের ব্যাপারে কিছু বলবো না।
আমি কোনো আলো দেখতে পারছি না বাজেট। অন্ধকার।
বাজেট এ পাহাড়কে ভুলে যায়। ভোটের সময় মনে রাখবে না।
বাংলাকে হিংসা করে তাই ব্রাত্য করে বাংলা।
রেলে টাকা আমি দিয়ে এসেছিলাম। তাও কিছু করেনি ওরা।