৩৬টি জীবনদায়ী ওষুধে শুল্ক মকুব
- সামাজিক কল্যাণে সারচার্জ মকুব করার প্রস্তাব।
- ক্যান্সার রোগীদের জন্য ৩৬টি জীবনদায়ী ওষুধকে শুল্ক থেকে মকুব করার প্রস্তাব।
- সামুদ্রিক খাদ্যপণ্যের রপ্তানির জন্য ৩০ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব।
- মাছ , চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ১৫ থেকে ৫ শতাংশ করার প্রস্তাব।
-
আইআইটি-তে গবেষণার জন্য আরও বেশি তহবিল
- আইআইটি ও আইআইএসসিতে গবেষণার জন্য আরও তহবিলের প্রস্তাব।
- জ্ঞানভারত মিশন- পাণ্ডুলিপিকে অন্তর্ভুক্ত করা হবে। রাষ্ট্রীয় সংগ্রহালয় স্থাপন করা হবে।
- ট্রেড নেট নামে ডিজিটাল ব্যবস্থা চালু হবে।
- গত ১০ বছরে সরকার করদাতাদের জন্য অনেক ব্যবস্থা নিয়েছে। আগামী সপ্তাহে আয়কর বিল প্রস্তুত করার প্রচেষ্টা শুরু হবে।
-
পর্যটনে জোর অর্থমন্ত্রীর
- ৫০টি পর্যটন ক্ষেত্রে পার্টনারশিপ মডেলে উন্নয়ন।
- হোম স্টে-র জন্য দেওয়া হবে মুদ্রা লোন।
- পর্যটকদের ভাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে রাজ্যগুলিকে ইনসেনটিভ।
- কিছু কিছু পর্যটন ক্ষেত্রে হবে ভিসা-ফ্রি।
- বুদ্ধদেবের সঙ্গে সম্পর্কিত জায়গাগুলির ক্ষেত্রে পর্যটনে গুরুত্ব।
- মেডিক্যাল ট্যুরিজম প্রোমোট করা হবে।
-
বিহারে তৈরি হবে বিমানবন্দর, উড়ান স্কিমে গুরুত্ব
- জলশক্তিতে আরও ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ।
- উড়ান স্কিমে ১.৫কোটি মানুষ উপকার পেয়েছে, বললেন অর্থমন্ত্রী। নতুনভাবে আরও উড়ান স্কিম আনা হবে। যাতে আরও গতিবৃদ্ধি পায় আকাশপথে। আগামি ১০ বছরের জন্য লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
- পাটনা বিমানবন্দরের উন্নয়ন, বিহারে তৈরি হবে গ্রিনফিল্ড বিমানবন্দর।
- খনি অঞ্চলে নতুন নতুন প্রকল্প আনা হবে।
-
জেলায় জেলায় ক্যানসার কেয়ার ইউনিট খোলার প্রস্তার
- জেলা হাসপাতালগুলিতে ক্যানসার কেয়ার ইউনিট খোলা হবে। ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।
- অনলাইন প্ল্যাটফর্মে যারা কাজ করেন, তাঁরা অর্থনীতিতে যোগদান করছে। তাঁদের জন্য সরকার নথিভুক্ত করা হচ্ছে। ১ কোটি গিগওয়ার্কাররা সুবিধা পাবে।
- প্রত্যেকটি রাজ্যকে পিপিপি মডেলে প্রকল্প কাজ করতে উৎসাহ। ১.৫লক্ষ কোটি টাকা তহবিল গড়া হবে।
- ২০১৯ থেকে ৫০ কোটির বেশি বাড়িতে জলজীবন মিশন প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে, জানালেন নির্মলা।
-
সরকারি স্কুলে ব্রডব্যান্ড কানেকশন
- বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে উৎসাহ বাড়াতে ৫০,০০০ ল্যাব তৈরি হবে সরকারি স্কুলগুলিতে।
- সরকারি স্কুলগুলিতে ব্রডব্যান্ড কানেকশন দেওয়া হবে।
- ভারতীয় ভাষা পুস্তক স্কিম- ভারতীয় ভাষার জন্য অনলাইন বই থাকবে। যা থেকে নিজেদের ভাষা সম্পর্কে জানতে পারবেন পড়ুয়ারা।
- ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্স- স্কিল তৈরির জন্য বিশেষ উদ্য়োগ।
-
IIT ও মেডিক্যাল কলেজে আসন বাড়ানোর ঘোষণা বাজেটে
- ২৩টি আইআইটিতে ছাত্রের সংখ্যা বেড়েছে
- আইআইটি পাটনায় হস্টেল ও পরিকাঠামো তৈরি করা হবে।
- এআইয়ের জন্য উৎকর্ষক কেন্দ্র তৈরি হবে। ৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে তার জন্য।
- আগামী ৫ বছরে ৭৫ হাজার আসন বাড়বে মেডিক্যাল কলেজগুলিতে।
-
মহিলাদের জন্য বিশেষ স্কিম
নতুন স্কিম আনা হবে ৫ লক্ষ মহিলা, এসসি ও এসটি-দের জন্য। জানালেন অর্থমন্ত্রী।
-
ক্ষুদ্র ও মাঝারি শিল্প
- ক্ষুদ্র ও মাঝারি শিল্প তথা এমএসএমই-কে অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন বলে উল্লেখ করলেন অর্থমন্ত্রী।
- ছোট ব্যবসায়ীদের জন্য ৫ লক্ষ টাকার ক্রেডিট কার্ড, ঘোষণা অর্থমন্ত্রীর।
-
সি ফুড থেকে তুলো, বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ কেন্দ্রের
- সি ফুড রফতানিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। গুরুত্ব দেওয়া হবে আন্দামান-নিকোবর ও লাক্ষাদ্বীপে।
- তুলো উৎপাদনের ক্ষেত্রে ৫ বছরের বিশেষ পরিকল্পনা। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করতে পারবেন কৃষকরা।
- কিষাণ ক্রেডিট কার্ডের লোনের সর্বোচ্চসীমা ৩ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হল।
- ইউরিয়া প্লান্ট তৈরি করা হবে।
- বাজেটের শুরুতেই কৃষকদের কথা বললেন নির্মলা সীতারামন।
- জেলাভিত্তিক প্রোগ্রাম হবে রাজ্যের সঙ্গে পার্টনারশিপে।
- উপকৃত হবেন ১ কোটি ৭০ লক্ষ কৃষক।
- ডাল উৎপাদনে ৬ বছরের মধ্যে আত্মনির্ভর হবে ভারত।
- পরিযায়ী হিসেবে কোথাও গিয়ে যাতে কাজ করতে না হয়, তার জন্য গ্রামাঞ্চলে উন্নতির বার্তা নির্মলার।
- বিহারে তৈরি হবে মাখানা বোর্ড।
- দেশেই উৎপাদন হবে ভোজ্য তেল।