অবতক খবর,১৭ ফেব্রুয়ারী,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: ঠিক রাজনৈতিক দলগুলির বিভিন্ন রকম দলীয় পতাকার মত নানান রকমের ফুলকপি বাজারে । হলুদ, বেগুনী, সবুজ সহ নানান রকম ফুলকপি চাষ করে লাভবান হচ্ছে চাষিরা।
চাহিদা ও অনেক বেশী। বাজারেও বিক্রি হচ্ছে চড়া দামে। সাধারণ কালারের ফুলকপির চেয়ে নতুন কালারের ফুলকপির চাহিদা ও দামও বেশি ।এইসব নানান রঙের ফুলকপি মন্তেশ্বর ব্লকের মন্তেশ্বর, কুসুম গ্রাম, সহ বিভিন্ন বাজারে। সাধারণ ফুলকপি বাজারে পিস প্রতি দাম ৫টাকা,১০টাকা দামে বিক্রয় এবং পাওয়া যাচ্ছে বলে জানান বিক্রয় থেকে ক্রেতারা ।
এবং সবুজ, হলুদ সহ নানান রঙের ফুলকপি গুলি বিক্রয় হচ্ছে প্রত্যেকটা পিস প্রতি ৪০টাকা, ৫০টাকা দামে বলে জানান বিক্রেতারা। সাধারণত ফুলকপির থেকে নানান রঙের ফুলকপির দাম বেশি হওয়ার কারণ এইসব ফুলকপি এক দারে যেমন টেস্টি, তেমনি সুস্বাদু, হজম এবং স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপযোগী বলে জানান বিক্রেতা থেকে ক্রেতারা সেই জন্যই এইসব নানান রঙের ও রকমের ফুলকপির দাম বেশি বলে জানান তারা।