বাঙালির বাচ্চা
তমাল সাহা
আরে বাংলার মানুষ! মাথাকুটে তোদের জানাই সেলাম
আমি আর গাঙ্গেয় উপকূল ছেড়ে কোথায় গেলাম?
এই ফাঁকে তোরা দিব্যি ভুলে গেলি
হোলি খেলে নিলি
শ্রীরাধিকাকে নিয়ে প্রেমের আবির
চাঁদের বুলবুলি!
আরে তোরা মানুষের বাচ্চা নাকি!
ফিরহাদ মানে জানিস, হাকিম মানে জানিস?
পাড়ার নেতার চোখ দিয়ে গড়ায়নি এক ফোঁটাও জল।
কুত্তার বাচ্চা! তোদের বস্তিতে কে থাকতে বলেছিল বল?
বেমালুম এড়িয়ে গেলি
গার্ডেনরিচের বেআইনি বিল্ডিং
চাপাপড়া মানুষের আইনি বারোটি প্রাণ
সতীমাগো অপমানিত তোমার গর্ভস্থান!
হাতে খুন মেখে এখনো ঘুরে বেড়াচ্ছে দিব্যি
সেই নাকি মেয়র,দলের মুরুব্বি!
মা গো ঘাতক বেঁচে গেল মন্ত্রী নগর উন্নয়ন
আমরা নীরব তোমার পেট ফুঁড়ে বেরোনো অজনন্দন!
আয় বাঙালি,
চম্পাকলি তোকে নিয়ে খেলি হোলি!