অবতক খবর,৩০ এপ্রিলঃ বাগদার বেতনা নদীর খাস জমি দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠল ৷জানি স্বরূপ হল বাসিন্দারা৷বাগদা থানার বাগদা বাজার সংলগ্ন এলাকার ঘটনা৷বাসিন্দাদের অভিযোগ বাগদা বাজার সংলগ্ন বেতনা নদীর জল নিকাশের একমাত্র ব্যবস্থা ৷সেই নদীর ভিতরেই বাইপাস রোডের পাশে একের পর এক বেআইনি নির্মাণ হচ্ছে ৷এতে এলাকার জল নিকাশিক সমস্যা হবে ৷অভিযোগ তৃণমূলের একাংশে নেতাদের মধ্যতেই চলছে এই দখলদারি ৷
বিজেপির অভিযোগ বিএলআরও কে ফোন করে বারবার জানানো হয়েছে ৷তৃণমূল নেতাদের মধ্যে মোটা টাকার বিনিময়ে নদী দখল হচ্ছে। অবিলম্বে বন্ধ না হলে বৃহত্তর আন্দোলন শুরু করা হবে ৷ ঘটনাস্থলে এসে বাগদা থানার পুলিশ কাজ বন্ধ করে দেয় ।