অবতক খবর,৩ সেপ্টেম্বরঃ উত্তর ২৪ পরগনার বাগদা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের ডক্তর সেলের উদ্যোগে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের সাংবাদিপতি মমতা ঠাকুর ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস । কলকাতার ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তার এই স্বাস্থ্য মেলায় সাধারণ মানুষের চিকিৎসা করেন ।

এই বিষয়ে অল ইন্ডিয়া মহাসংঘের সংজ্ঞাধিপতি মমতা ঠাকুর বলেন বাগদা থেকে কলকাতায় গিয়ে চিকিৎসা পরিষেবা নিতে সাধারণ মানুষের সমস্যা হয় সেই কারণে অল ইন্ডিয়া ডক্টর সেলের উদ্যোগে এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়েছে । লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই স্বাস্থ্য মেলা কিনা সে প্রসঙ্গে মমতা ঠাকুর বলেছেন আমরা সারা বছরই এই কর্মসূচি গ্রহণ করে থাকি। ভোট ভোটের মতন হবে । আগামীতে বনগাঁ লোকসভার প্রতিটি ব্লকে এবং পরবর্তীতে রাজ্যের সমস্ত প্রান্তেই এই স্বাস্থ্য মেলা কর্মসূচি নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।