অবতক খবর :: শিলিগুড়ি ::   আজ বাগডোগরা থেকে উদ্ধার হল এক বিরল প্রজাতির কচ্ছপ। আজ সকালে বাগডোগরার স্থানীয় বাসিন্দারা একটি দোকানের সামনে দিয়ে ওই কচ্ছপটিকে যেতে দেখেন,ওই কচ্ছপটি সাধারণ কচ্ছপ থেকে ছিলো অনেকটাই ছোট, সঙ্গে সঙ্গে তারা খবর দেন বনদপ্তরকে। বন দপ্তর এসে ওই কচ্ছপটিকে নিয়ে যান। তার শারীরিক পরিক্ষাও করা হয় বনদপ্তর থেকে।