অবতক খবর :: শিলিগুড়ি ::   আজ সকালে বাগডোগরা এয়ারপোর্টে যাত্রীদের সাথে গাড়ী চালকদের ধুন্ধুমার লড়াই লেগে যায় গাড়ি ভাড়াকে কেন্দ্র করে। যাত্রীদের অভিযোগ মাত্রাতিরিক্ত ভাড়া চাইছেন চালকেরা। এই নিয়ে চালকদের সাথে যাত্রীদের বচসা শুরু হয়। তার পরে একপক্ষ যাত্রীদের এবং অন্যপক্ষ চালকদের পক্ষে চলে যান। পরে এয়ারপোর্ট কতৃপক্ষের হস্তক্ষেপে অবস্থা আয়ত্যে আসে।