অবতক খবর :: নরেশ ভকত :: বাঁকুড়া ::    আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছর করোনা আবহে বিশ্ব জুড়েই লকডাউনের কারনে পরিবেশ অনেক নির্মল হয়ছে। এর প্রভাব পড়েছে সর্বত্র। রুক্ষ ধূসর বাঁকুড়া জেলাতেও এর প্রভাব ভালো রকম বোঝা যাচ্ছে।

আজ বাহ্ম্র মুহুর্তে বাঁকুড়ার শালতোড়া থানার বিহারীনাথ পাহাড়ে দেখা গেলো অসংখ্য রঙবেরঙের প্রজাপতির বাহার। যা ইতিপূর্বে দেখা মেলেনি। মৌমাছিরাও ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে। পাখিরও দেখা মিলেছে অনেক।

গ্রামের বয়স্করা জানিয়েছেন, পরিবেশের এত ব্যাপক পরিবর্তন গত ত্রিশ চল্লিশ বছরে তারা দেখেননি। ছোটবেলায় যে সব পাখি, কীটপতঙ্গ দেখা যেতো হামেশাই, তা আজ প্রায় কুড়ি পঁচিশ বছর ধরে গায়েব হয়ে গেছিল। ছোটবেলায় অনেক চড়াই, শালিক তারা দেখেছে।কিন্তু হটাৎ করেই তারা যেন প্রকৃতি থেকে হারিয়ে গেছলো। আবার এইসব পাখি লকডাউনের মাঝে এখন দেখা যাচ্ছে। পাহাড়ের ওপর থেকে যখন সূর্য উঠছে তখন মনে হচ্ছে যেন প্রকৃতি রঙিন মুর্ছনা নিয়ে হাজির হয়েছে আমাদের মাঝে। এক এক অদ্ভুত চলচিত্রের কোলাজ।