অবতক খবর,১৬ মে: বাইরে থেকে সাহায্য দিয়ে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবে মমতা।
কী কারণে তিনি বাইরে থেকে ইন্ডিয়া জোটের সরকার গড়তে চাইছেন। কেনই বা তার এমন পদক্ষেপ? জানবো বিস্তারিত।

সম্প্রতি ভোটের প্রচারের জনসভা গুলিতে তিনি এমন বক্তব্য পেশ করেন। কি কারনে তার এমন ভাবনা-চিন্তা
জানা যায় ” বাইরে থেকে ইন্ডিয়া জোটের সরকার গড়ে দেবেন তিনি। ভোটের মাঝপথে মমতার মন্তব্য নিয়ে রাজনীতিতে জল্পনা তুঙ্গে।” বিজেপি কেই সুবিধে করে দিতে চাইছেন ” কটাক্ষ সিপিএম কংগ্রেসের ” সত্যজিৎ রায় আর যদি বেঁচে থাকতেন তবে তিনি হীরক রানী নিয়ে সিনেমা তৈরি করতেন ” ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে চান মমতা” তীব্ৰ কটাক্ষ অমিত শাহের। অন্যদিকে অমিত শাহ কে কটাক্ষ করে মমতা বলেন,
বিজেপির মতো চোরের দল একটাও নেই, মিথ্যে অভিযোগ নয়, সন্দেশখালি মহিলাদের উপর অত্যাচার হয়েছে। এবার মুখ খুললেন তৃণমূলের পঞ্চায়েতের সমিতির সদস্য।