অবতক খবর,১৩ ডিসেম্বর: বাইক নিয়ে বেপরোয়া গতির শিকার দুই যুবক। এবার বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো রানাঘাট পুরসভা এলাকার বাসিন্দা দুই যুবকের। আর মর্মান্তিক এই ঘটনায় শুক্রবার শোকের পরিবেশ রানাঘাট শহরে। সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে রানাঘাট চিলড্রেন্স পার্ক ও ব্যানার্জি লেন এলাকার বাসিন্দা দুই যুবক বিয়ে বাড়ি থেকে বাইক চালিয়ে বাড়ী ফেরার সময় রানাঘাট কলেজ এলাকায় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা মারে। ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের।
পরে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ পৌঁছে আহত ওপর যুবককে উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। পুলিশ এর প্রাথমিক অনুমান মদ্যপান করে বেপরোয়া গীতিতে বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনা। শুক্রবার মৃত দুই যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে রানাঘাট পুলিশ। মৃত যুবকের নাম অরিজিৎ পাল ২৩, অয়নদ্বীপ হালদার ২৪।