অবতক খবর,১৮ নভেম্বর,ইসলামপুরঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই মাসতুতো ভাইয়ের। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অমলঝাড়ি এলাকায়। মৃত ওই দুই যুবককের নাম গোবিন্দা বিশ্বাস ও নিতাই মজুমদার। জানা গিয়েছে, ওই দুই যুবক সম্পর্কে মাসতুতো ভাই। গোবিন্দ বিশ্বাসের বয়স ২৭ বছর। বাড়ি ইসলামপুরের শিয়ালতোর এলাকায় এবং নিতাই মজুমদারের বয়স ২৯ বছর। বাড়ি চোপড়া থানার দাসপাড়া এলাকায়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, দুই ভাই মিলে বৃহস্পতিবার রাতে বাইক নিয়ে দারিভিট এলাকায় বাউল গান শুনতে গিয়েছিল। সেখান থেকে বাড়ি ফেরার পথে গভীর রাতে অমলঝাড়ি এলাকায় বাইকটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোবিন্দ বিশ্বাসের এবং গুরুতর জখম অবস্থায় নিতাই মজুমদারকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে কয়েক ঘন্টা পর তারও মৃত্যু হয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।










