অবতক খবর,২৭ সেপ্টেম্বর: থ্রেট কালচার নিয়ে সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মমতা ব্যানার্জি এস এস কে এম, বাঙ্গুর, এন আর এস হাসপাতালের থ্রেট কালচারের খোঁজ রেখেছেন কি। রাজ্যের স্কুল-কলেজের থ্রেট কালচারের খবর কি উনি রেখেছেন।
তাঁর দাবি, ২০১১ সালে ক্ষমতার আসার ঠিক তিন বছর বাদে বাংলা গুন্ডা আর পুলিশের হাতে চলে গেছে। গার্ডেনরিচে কলেজ নির্বাচনে মুন্না সর্দার এক পুলিশ অফিসারকে গুলি করেছিল। মুন্না সর্দার জামিনও পেয়ে গেল। সেই কেসটা ধামাচাপাও পড়ে গেল। তাঁর কথায়, বাংলায় থ্রেট কালচার বাড়ছে। তোলাবাজি, লুটপাট বাড়ছে। রাজ্য জুড়ে চক্রান্ত চলছে। সেই চক্রান্তের কান্ডারি হলেন মমতা ব্যানার্জি।