অবতক খবর , অভিষেক দাস , মালদা:- বাংলায় কৃষকদের পেটে লাথি মেরেছে তৃণমূল, তাঁদের সব রকম সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এই বক্তব্যকে সামনে রেখেই মালদায় কৃষকদের বোঝাতে মাঠে নামল বিজেপি।

ইতিমধ্যেই তৈরি করা হয়েছে একটি নির্দিষ্ট প্রতিনিধি দল।যাঁরা কৃষকদের ঘরে ঘরে গিয়ে বোঝাবেন। নরেন্দ্র মোদী সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাঁদের জন্যে কী কী সুবিধা দিতে চেয়েছে, অন্যদিকে তৃণমূল কীভাবে তাঁদের বঞ্চিত করেছে।

আগামী বিধানসভা নির্বাচনে পাখির চোখ মালদা। বিজেপির ঝুলিতে অন্তত সাত থেকে আটটি আসন নিশ্চিত এমনটাই মনে করছে তাঁরা।

কিন্তু কৃষি বিল নিয়ে বিতর্ক, আন্দোলন এবং তৃণমূলের ঘোলা জলে মাছ ধরতে গিয়ে তাকে সমর্থন, এতে মালদার কিছু এলাকা নিয়ে খানিকটা হলেও চিন্তিত বিজেপির জেলা নেতৃত্ব। তাই মালদায় বিশেষ প্রতিনিধি দল করে জেলার বিভিন্ন এলাকায় কৃষি বিল এবং কৃষকদের স্বার্থে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে ঘরে ঘরে বোঝানো হবে।

প্রথমেই দক্ষিণ মালদাকে আয়ত্তের মধ্যে আনতে চাইছে বিজেপি। তাই কৃষকদের বোঝাতে একদল নেতা নেত্রীকে সঙ্গে নিয়ে মাঠে নেমেছেন শ্রীরুপা মিত্র,যিনি এই কেন্দ্রের লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন। এছাড়া এই প্রতিনিধি দলের মূল নেতৃত্বে রয়েছেন মহাদেব সরকার।