অবতক খবর,২১অক্টোবর: বাংলায় সরকার বদল আনা প্রয়োজন ……….. “বাংলায় সু’রাজ প্রতিষ্ঠা করা খুব প্রয়োজন। মা তারার পুজো দিয়ে সেই প্রার্থনা করলাম”। শুক্রবার দুপুরে তারাপীঠে মা তারার পুজো দিয়ে সাংবাদিকদের সামনে এমনটাই মন্তব্য করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত।
সিউড়িতে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় স্মারক স্মৃতি দুর্গা পুজোর উদ্বোধন করতে বীরভূমে আসেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত। সকালে অন্ডাল এয়ারপোর্ট থেকে সোজা যান বক্রেশ্বর মন্দিরে। এরপর দুপুরে পৌঁছে যান তারাপীঠে। মা তারার পুজো দেওয়ার পর তিনি বলেন, “বাংলায় সু-রাজের প্রয়োজন। এখানে ডবল ইঞ্জিন সরকার চায়। আমি মায়ের কাছে প্রার্থনা করলাম বাংলায় সু-রাজ এনে দাও। বাংলায় বদল আনতে হবে। মোদীর সমস্ত প্রকল্পের সুবিধা এখানকার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। যতদিন বাংলায় বদল না আসবে ততদিন সুদিন ফিরবে না। মানুষের কল্যাণে এখানকার সরকার বদলের প্রয়োজন। বাংলার মানুষের উচিত এই সরকার বদল করে কেন্দ্রীয় সরকারের সমস্ত সুবিধা ভগ করা”।
সন্ধ্যায় দুবরাজপুরের চারটি পুজোর উদ্বোধন করেন প্রমোদ সাওন্ত।