অবতক খবর,৩১ ডিসেম্বর: বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরোধিতা করে এবং সংখ্যালঘুদের মঙ্গল কামনা বা শান্তি কামনা করে বেহালার শ্রীসংঘ পুজো কমেটি মহাযজ্ঞের আয়োজন করে ।

বেহালা শ্রী সংঘ ক্লাবে পুজো ৭৫ তম বর্ষে পর্দার পণ করবে, তাই তারা আজকে শিব মন্দিরের সামনে মহা যোগ্যের আয়োজন করে বাংলাদেশের সংখ্যালঘু দের উপর অত্যাচারের বিরুদ্ধে ও সংখ্যালঘুদের শুভ কামনা করে আজ এলাকার শিব মন্দিরের সামনে মহাযজ্ঞের আয়োজন করে। আর এই অনুষ্ঠানে উপস্থিত হয় বেহালার পূর্বের বিধায়ীকা রত্না চ্যাটার্জি, মেয়ের পারিষদ তারক সিং।