অবতক খবর,১৭ ডিসেম্বর: ভয় কাটিয়ে ২রা জানুয়ারি আদালতে চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে সাওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ।
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার । শুধু তাই নয়, সনাতনী চিনময় কৃষ্ণ প্রভু হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিনময় কৃষ্ণ প্রভুর আইনজীবীদের।
তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিনময় কৃষ্ণ প্রভুর হয় আইনি লড়াই লড়ছেন। বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন। কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি কথা তুলে ধরলেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আমাকে নানা ভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে । বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছে।
গত পরশুদিন চিকিৎসা আসার পর আজ সকাল থেকেই রবীন্দ্র ঘোষের বাড়িতে আসেন ব্যারাকপুরের এক আইনজীবী টিম যারা রবীন্দ্র বাবুর সাহসিকতা এবং আদর্শ অনুপ্রাণিত হয়ে তার আশীর্বাদ নিতে এসেছেন এবং তাকে সম্মানিত করেন এরপর আসেন ব্যারাকপুরে প্রাক্তন সংসদ অর্জুন সিং কার্তিক মহারাজ অম্বিকা মহারাজ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেকেই তার পাশে এসে দাঁড়ান এবং তার সঙ্গে সবসময় থাকার আশ্বাস দেন