অবতক খবর,৯ জানুয়ারি: বাংলাদেশী এক মহিলাকে গ্রেফতার করল নৈহাটি থানার পুলিশ। নৈহাটি অরবিন্দ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই মহিলার সঙ্গে তার দুই সন্তান এক ছেলে ও এক মেয়ে রয়েছে।14 ফরেন এ্যাক্ট মামলা রুজু করে তাদেরকে আজ ব্যারাকপুর আদালতে পাঠালো নৈহাটি থানার পুলিশ।পুলিশ সুত্রে জানা গিয়েছে ঐ মহিলা বাংলাদেশের বরিশালের বাসিন্দা।নাম শোভা মল্লিক।