নরেশ ভকত :: অবতক খবর :: ১লা ডিসেম্বর :: বাঁকুড়া :: স্থানীয়দের নিরাপত্তারক্ষী পদে নিয়োগের দাবিতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের নির্মীয়মান সুপার স্পেশালিটি ব্লকে হামলা চালাল একদল দুস্কৃতি। গতকাল রাতে ওই দুস্কৃতিরা হামলা চালিয়ে সুপার স্পেশালিটি ব্লকে ভাংচুর চালায়।

ভেঙে দেওয়া হয় ওই ব্লকের মূল গেট। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন তিনজন নিরাপত্তারক্ষী। এরমধ্যে দিলীপ ব্যানার্জী নামের এক গান ম্যানের আঘাত গুরুতর। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাঁকুড়া সদর থানার পুলিশ। আক্রান্ত নিরাপত্তারক্ষীদের দাবি দুস্কৃতিরা সকলেই স্থানীয়। পুলিশ স্থানীয় এক যুবককে আটক করেছে।