নরেশ ভকত :: অবতক খবর :: ১৪ই, নভেম্বর :: বাঁকুড়াঃ :: শালতোড়া লক্ষণপুর মোড়ে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উদ্বোধন করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গোটা শালতোড়া বিধানসভার বিধায়ক কার্যালয় ছিল একমাত্র দুর্লভপুর মোড় এলাকায়।
একমাত্র এই কার্যালয় থেকে বিধায়কের জনপরিষেবা নিতে মানুষকে যথেষ্ট বেগ পেতে হচ্ছিল। তাই বিধায়ক স্বপন বাউড়ি শালতোড়া বিধানসভার মানুষের কথা মাথায় রেখে এই বিধায়ক কার্যালয় উদ্বোধন করেন।
মূলত মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধি ও পরিষেবার সুবিধার্থে এই কার্যালয় উদ্বোধন দাবি বিধায়কের। সপ্তাহের নির্ধারিত দুটো দিন তিনি এই এলাকার মানুষকে পরিষেবা দিতে এই কার্যালয়ে বসবেন বলেও জানালেন।