হক জাফর ইমামঃঃ অবতক খবরঃঃ মালদাঃঃ বাঁকুড়ার মেজিয়ায় ৬০ নম্বর জাতীয় সড়কের উপর চলন্ত একটি লরি ভস্মীভূত হল ভয়াবহ আগুনে । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুরের কাছে । গতকাল গভীর রাতে একটি লরি রানীগঞ্জের দিক থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল ।
চলন্ত ওই লরিতে কোনোভাবে আগুন লেগে যায় । লরিতে কয়লার মতো দাহ্য বস্তু থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে । খবর পেয়ে রাতেই একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে । এই অগ্নিকান্ডের জেরে ৬০ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষন যানবাহন চলাচল ব্যহত হয় ।