নরেশ ভকত :: অবতক খবর :: ১৫ই,ডিসেম্বর :: বাঁকুড়াঃ :: এন আর সি বিরোধী মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ । বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুর অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে।
তৃনমূলের এন আর সি বিরোধী মিছিলকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার জয়পুরে । আজ সকালে স্থানীয় কুম্ভস্থল মোড় থেকে জয়পুর মোড়, আবার কুম্ভস্থলে মিছিল ফিরে যায়। জয়পুর মোড়ে এই মিছিলের ডাক দেয় তৃনমুল । মিছিল চলাকালীন একদল স্থানীয় বাসিন্দা রাস্তার মাঝে টায়ার জ্বালিয়ে বিষ্ণুপুর কোতুলপুর রাস্তা অবরোধ করে । ভাংচুর করা হয় বিজেপির স্থানীয় একটি কার্যালয়।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হয় পুলিশও । এক সিভিক কর্মীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।