অবতক খবর,৪ নভেম্বর: আজ বহরমপুর স্টেডিয়ামে বেঙ্গল মাস্টার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ষষ্ঠ ইন্টারন্যাশনাল ইনভাইটেশন মাস্টার অ্যাথলেট মিট “২০২৩ অনুষ্ঠিত হয়। এই অ্যাটলেট মিটে ৩৫ বছরের উর্ধ্বে ৬৫০ প্রতিযোগী এবং প্রতিযোগিনী অংশগ্রহণ করেন। তিনি বলেন বয়স্ক মানুষের শরীরকে সুস্থ রাখার লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন। তিনি আরো বলেন বয়স একটা সংখ্যা মাত্র, আমরা মনের দিক থেকে যদি সবল থাকে তাহলে বয়স কিছুই নয়। আজ ৭৬ বছর অতিক্রান্ত হওয়ার পর ও রাজ্যসম্পাদক হিসেবে এই দায়িত্ব বহন করে চলেছি বলে তিনি জানান। তিনি বার্তা দেন ডাক্তারের কাছে ভিড় না করে সবাই আসুন মাঠে ভিড় করি তাহলেই আমাদের শরীর ও মন সুস্থ থাকবে। গণেশ বাবু জানান এখানে শ্রীলংকা বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ৮ টি স্টেট এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, বহরমপুর মুর্শিদাবাদ জেলার তৃণমূল সভানেত্রী শাওনি সিংহ রায় সহ অন্যান্য অতিথি এবং আগত প্রতিযোগী প্রতিযোগিনী বৃন্দ। গণেশ চন্দ্র সরকার তিনি জানান আর ২৮৯ টি ইভেন্ট এর মধ্য দিয়ে এই অনুষ্ঠান দুদিনব্যাপী চলবে।