অবতক খবর,২৮ সেপ্টেম্বর:৬৫ বছরে পদার্পণ করল শহর বহরমপুরের বাবুপাড়া সার্বজনীন দূর্গা পূজা কমিটির দুর্গাপূজা। পঁয়ষট্টি তম বর্ষে বাবু পাড়ার সদস্যরা বাহুবলির সিনেমার আদলে মাহেশমতি সাম্রাজ্য তুলে ধরছেন তাদের দুর্গাপূজায়।
মাহেশমতির রাজদরবার থেকে শুরু করে মাহেশমতি সাম্রাজ্যের বিভিন্ন স্থাপত্য ফুটিয়ে তোলা হচ্ছে থিমের মাধ্যমে, পাশাপাশি দেবী মূর্তিতেও রয়েছে চমক বাহুবলি সিনেমার প্রত্যেকটি চরিত্রকে দেবী মুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে, অশুভ শক্তির প্রতীক হিসেবে ভাল্লাল দেবকে মহিষাসুর এবং মা দুর্গাকে দেবসেনা চরিত্রে রুপ দেয়া হয়েছে। যদিও বৃষ্টির মাঝে জোড় কদমে চলছে এই পুজোর প্রস্তুতি পর্ব।
পুজো কমিটির সদস্যের দাবি এবার যেহেতু অভয়াকাণ্ডের মাঝে দুর্গোৎসব তাই অশুভ শক্তির বিনাশের জন্য বাবুপাড়া পুজোয় এই ধরনের থিম বেছে নিয়েছেন উদ্যোক্তরা। পুজো উদ্যোক্তাদের আশা এবছর এই পুজোই শহর তথা জেলার মানুষের ভিড় থাকবে চোখে পড়ার মতো।