অবতক খবর,৬ অক্টোবর: বহরমপুর থানার উদ্যোগে জনসাধারণকে সচেতন করতে অনুষ্ঠিত হল ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি। শুক্রবার বহরমপুর থানা থেকে বহরমপুর ব্যারাক স্কোয়ার রাস্তার ধার হয়ে গির্জার মোড় পর্যন্ত চলল সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। উপস্থিত ছিলেন বহরমপুর থানার আইসি রাজা সরকার সহ বহরমপুর থানার পুলিশ আধিকারিকগন। জনসাধারণকে সচেতন করতে ট্যাবলো সহযোগে পালন করা হল আজকের এই কর্মসূচি। এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য গাড়ি চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে।এছাড়াও গাড়ির গতি নিয়ন্ত্রণ রেখে ও ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালাতে হবে কারণ সময়ের থেকে জীবনের দাম অনেক বেশি, বহরমপুর শহরের মানুষকে সচেতনতার বার্তা দিতে আজ পুলিশ-প্রশাসনের এই উদ্যোগ বলেই জানা যাচ্ছে।