অবতক খবর,১১ জানুয়ারি: বহরমপুর জেলা আদালত চত্বরে কেন্দ্রীয় সাংসদ উন্নয়ন তহবিলের আর্থে সৌরশক্তি চালিত আর্সেনিক ও আইরন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্লান্ট উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন বক্তব্য রাখতে তিনি বলেন মুর্শিদাবাদ জেলা আর্সেনিকযুক্ত এলাকা। আর্সেনিকের কবলে বহু মানুষ।

তাই তাদের কথা চিন্তা করে আদালতের অনুমোদন নিয়ে সাধারণের জন্য এই জল প্রকল্পের ব্যবস্থা তিনি করেছেন। দূর দূরান্ত থেকে যে সকল মানুষ বহরমপুর জেলা আদালতে এসে সারাদিন থাকে, তাদের পানীয় জলের সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে । জলে আসেনিক থাকায় শারীরিক দিক থেকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হচ্ছে। জার্মানি টেকনোলজি সম্পন্ন এই পানীয় জল সাধনের উপকারে আসবে বলেই তিনি জানিয়েছেন।

পাশাপাশি কোট চত্বরে উন্নতি প্রকল্পে সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি বিশ্রামাগার তৈরি করার কথাও চিন্তাভাবনা করলেন এবং বলে বললেন এটি আগামী দিনে রূপায়িত হবে বলে জানালেন।