অবতক খবর,২৫ জানুয়ারি: জাতীয় ভোটার দিবস ২৫ শে জানুয়ারি ২০২৫, “ভোটের মতো কিছু নাই, ভোট আমি দেব তাই “। শনিবার বহরমপুর কালেক্টরেট ক্লাব হলে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক শ্রী রাজর্ষী মিত্র , অতিরিক্ত জেলা শাসক জেনারেল শ্রী দিননারায়ন ঘোষ, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শ্রী চিরন্তন প্রামাণিক, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সামসুর রহমান, বহরমপুর মহাকুমা শাসক শ্রী শুভংকর রায় সহ একাধিক সরকারি আধিকারিকগন এবং বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা নির্বাচন হোক সর্বব্যাপী সুখম এবং অংশগ্রহণমূলক। জেলাস্তরিয় অনুষ্ঠান কমিউনিটি হল কালেক্টরেট ক্লাব, বহরমপুর, মুর্শিদাবাদ।

এই অনুষ্ঠান শুরু হয় প্রথমে বহরমপুর প্রশাসনিক ভবন থেকে র‍্যালি বের হয়। এই র‍্যালি রবীন্দ্র সদন হয়ে মোহন মোড় থেকে সরাসরি কালেক্টরেট ক্লাব হলে