অবতক খবর,১২ জানুয়ারি: বহরমপুরে ভয়াবহ পথ দূর্ঘটনা আহত ৩,এক জনের অবস্থা আশঙ্কাজক। চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বহরমপুরে কুঞ্জঘঘাটা মোড়ে। ঘটনাস্থলে পৌঁছয় ঐ ওয়ার্ডের কাউন্সিলর হিরু হালদার।

পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে নিয়ে যায় মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। হিরু হালদার বলেন বহরমপুর-লালবাগ বাইপাস রোডে পুলিশের আরোও বেশি নজরদারীর প্রয়োজন।