অবতক খবর,২৫ ডিসেম্বর: বহরমপুরে ভাগীরথী বক্ষে উদ্বোধন হল দুই ক্রুজের। বুধবার দুপুরে বহরমপুরের কে এন কলেজ ঘাটে দুটি জলধারা ক্রুজের শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলাশাসক রাজর্ষি মিত্র। এদিন জেলাশাসক বলেন, আমরা আপাতত দুটি ক্রুজের উদ্বোধন করলাম।
বাকি ক্রুজ গুলিকে সারিয়ে তুলে কাজে লাগানো হবে। ক্রুজ দুটি আপাতত প্রতি চার ঘন্টায় ৬ হাজার টাকা ভাড়া হিসাবে নেওয়া হবে। যে কোন অনুষ্ঠানে ভাড়া নেওয়া যাবে ৩০ জন যাত্রী নিয়ে। এই দুটি আপাতত বহরমপুর কে এন কলেজ ঘাট থেকে ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি আবার ওয়াসিফ মঞ্জিল বা হাজারদুয়ারি থেকে বহরমপুরে ফিরে আসবে।
এ দিনের শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলাশাসক ছাড়াও সদর মহকুমা শাসক শুভঙ্কর রায়, অতিরিক্ত জেলাশাসক, পরিবহন আধিকারিক ও বহরমপুর বিডিও সহ অন্যান্যরা।