অবতক খবর,১১ ডিসেম্বর: বহরমপুরে ব্যারাক করে শুরু হল ৪৪তম বইমেলা। এই বইমেলার উদ্বোধক হিসেবে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী সহ জেলা আরক্ষা দক্ষ সূর্য প্রতাপ যাদব জেলাশাসক রাজর্ষি মিত্র জেলা পরিষদের সভাপতি সহ একাধিক আধিকারিক এর উপস্থিতিতে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজনন ও উদ্বোধন সংগীতের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় যেখানে জেলাশাসক থেকে পুলিশ সুপার ও গ্রন্থাগার মন্ত্রী সকলেই তাদের মতামত প্রকাশ করেন।