অবতক খবর :: বহরমপুর শহরের সয়দাবাদে একটি জলের ট্যাঙ্কর দীর্ঘদিন ধরে ফাটল ধরেছে লক্ষ্য করে আসছিল এলাকাবাসী। শহরের ক্ষুদিরাম পাঠাগার মাঠে বিক্ষোভ দেখাতে থাকে টাউন কংগ্রেস কর্মীরা। তাদের দাবি দ্রুত জলের ট্যাঙ্ক সারাইয়ের ব্যবস্থা করতে হবে।
টাউন কংগ্রেস সভাপতি বলেন 40 বছরের উপরে এই জলের ট্যাংকি উপরে ভরসা করে থাকে আশেপাশের এলাকার মানুষেরা। তাদের দাবি যত তাড়াতাড়ি হোক এটিকে পুনরায় ঠিক করা হোক। যেকোনো সময় ট্যাংক ভেঙে পড়তে পারে বলে তাদের আশঙ্কা।